ফ্রিল্যান্সার কোন কারেন্সি অনুযায়ী পেমেন্ট পেয়ে থাকে?
বর্তমান বিশ্বে অনেক বেশি ফ্রিল্যান্সার এর কাজ দিন দিন বেড়ে চলেছে। ফ্রিল্যান্সিং এর কাজ এর জন্য যে পারিশ্রমিক পেয়ে থাকেন ফ্রিল্যান্সাররা তাদের বিভিন্ন পেমেন্ট পদ্ধতি রয়েছে। একে freelancer একেক ভাবে পেমেন্ট দিয়ে থাকেন।
ফ্রিল্যান্সিং করে তাদের অর্থ বা পেমেন্ট নেওয়ার জন্য কোন পদ্ধতি ব্যবহার করবে তা অনেকে ডিসিশন নিতে সমস্যায় হবে। আপনার উপার্জিত অর্থ যদি সঠিক নিয়মে না নিতে পারেন তাহলে পরিশ্রম বৃথা হয়ে যাবে। এছাড়া কাজে মনোনিবেশ হতে কখনই পারবেন না। এর জন্য সঠিক ভাবে আপনাকে ডিসিশন নিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে হবে। এবং এর পাশাপাশি পেমেন্ট পদ্ধতিটাও সম্পর্কে বেশিক জ্ঞান থাকতে হবে।
বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং কাজ করেন অথবা নতুন তাদের উদ্দেশ্যের কথা চিন্তা করেই আমি আজকে এই ব্লকটি তুলে ধরছি। আপনি খুব সহজেই আমারে ব্লক পড়ে জানতে পারবেন কোন কাজের জন্য কোন কারেন্সি বা পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা যায়। চলুন আমরা জেনে নেই ফ্রিল্যান্সার কোন কারেন্সি অনুযায়ী পেমেন্ট পেয়ে থাকে তার বিস্তারিত।
প্রথমে যদি বলতে হয় তাহলে কয়েকটি কথা আমি তুলে ধরব সেগুলো যেকোনো একটি আপনি অনুসরণ করে ফ্রিল্যান্সিং এর উপার্জিত অর্থ খুব সহজে আপনার নাগালে নিতে পারবেন।
ফ্রিল্যান্সিং এ পেওনিয়ারঃ
- ফ্রিল্যান্সিং এর জন্য এটি একটি পরিচিত এবং জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি
- পেওনিয়ার সারা বিশ্বে যা কিনা ফ্রিল্যান্সাররা ব্যবহার করে থাকেন
- খুব অল্প সময়ে এবং দ্রুত ফ্রিল্যান্সিং এর অর্থ হাতের নাগালে পেতে ট্রেনে আর হতে পারে আপনার জন্য বেস্ট অপশন।
- পেওনিয়ার একাউন্টের জন্য আপনাকে লোকাল ব্যাংকের নাম্বার দিয়ে একাউন্ট করে নিতে হবে।
ফ্রিল্যান্সিং এ ট্রান্সফার ওয়াইসঃ
- ট্রান্সফার ওয়াইস বর্তমান ওয়াইস নামে রি ব্যান্ডেড করানো হয়েছে।
- ওয়িস আমাদের দেশে সাধারণত ফ্রিল্যান্সার ের জন্য টাকা রিসিভ করার অসাধারণ একটি অ্যাকাউন্ট।
- মাল্টিপল কারেন্সি নিয়ে কাজ করার জন্য এটি খুব ফ্রিল্যান্সারদের জন্য সাহায্য করে একটি পদ্ধতি
ফ্রিল্যান্সিং এ পেপালঃ
- পেপাল ইন্টারন্যাশনাল একটি সাধারণত পেমেন্ট সিস্টেম পদ্ধতি
- ২৮০ মিলিয়নেরও বেশি পেপাল ইউজার ব্যবহার করে জনপ্রিয় এবং মেথড ব্যবহার করে থাকেন
- আমাদের বাংলাদেশে কিন্তু পেপাল এখনো কাজ শুরু করেনি যা পরবর্তীতে হয়তো বিস্তার ভাবে চালু করার প্রচেষ্টায় রয়েছে
ফ্রিল্যান্সিং এ মানিবোকারঃ
- মানি বুকারের নাম পূর্বে স্কিল নামে পরিচিত ছিল
- স্কিল ফ্রিল্যান্সারদের টাকা পাওয়ার আরেকটি জনপ্রিয় মাধ্যম
- বর্তমানে আমাদের দেশে স্কিল বুকারের মাধ্যমে লোকাল ব্যাংকের টাকা ট্রান্সফার করা খুবই সহজ
- স্কিল বুকার বর্তমানে ফ্রিল্যান্সারের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে থাকেন
ফ্রিল্যান্সিং এ google pay
- গুগল পে সাধারণত গুগল এর গ্লোবাল পেমেন্ট সিস্টেম পদ্ধতি
- গুগল পেয়ে ব্যবহার করে ফ্রান্সের রা খুব সহজেই টাকা পেয়ে যাবেন
- একটি জনপ্রিয় অ্যাপস যা মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে ব্যাংক একাউন্ট ট্রান্সফার করে অর্থ রিসিভ করতে পারবেন
উইথ বুক অনলাইন সার্ভিসঃ
- অনলাইন ফ্রিল্যান্সারদের জন্য কুইক বক্স আরনিং রিসিভ করার আরেকটি জনপ্রিয় মাধ্যম
- আপনি চাইলে কই বুকস ব্যবহারের মাধ্যমে আপনার ডিটেলস ক্লায়েন্টদের কাছে পাঠিয়ে অনলাইনের মাধ্যমে পেমেন্ট শিট করতে পারবেন
- এই সিস্টেমে কাজে ইনভয়েস যুদ্ধ করে এবং অনলাইন একাউন্টিং সফটওয়্যার ক্লায়েন্টকে অবগত করার জন্য ব্যবহার হয়ে থাকে
- আপনি চাইলে খুব সহজে এর মাধ্যমে যে কোন স্থান হতে কাজ শুরু করতে পারেন এবং এর মাধ্যমে রিসিভ করতে পারবেন
পেপার চেক সিস্টেমঃ
- ফ্রিল্যান্সারদের জন্য টাকা উত্তোলনের আরো একটি জনপ্রিয় মাধ্যমে যেতে পারছে পেমেন্ট সিস্টেম পদ্ধতি
- আপনাকে ক্লায়েন্ট যদি পেমেন্ট চেক মেইল করলে আপনার সুবিধা মত ব্যাংক পেমেন্ট পদ্ধতি এই মেথডে নিতে পারবেন
- বিশেষ করে এই পেমেন্ট পদ্ধতি বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করে থাকেন এবং স্বাচ্ছন্দ্যবোধ করেন
সম্মানিত ভাই ও বোনেরা আপনি চাইলে খুব সহজে ফ্রিল্যান্সার পেমেন্ট এর টাকা উপরে উল্লেখিত কয়েকটি কারেন্সি অনুযায়ী গ্রহণ করতে পারেন এবং সেই পেমেন্ট পদ্ধতিগুলো ব্যবহার করে স্বাচ্ছন্দে ফ্রিল্যান্সিং এর কাজ করে নিজেকে স্বাবলম্বী হিসেবে তুলে ধরতে পারবেন।
আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url