Google AdSense যাচাইকরণ কোড | google adsense verification check.

আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক ভাই ও বোনেরা আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। কেননা আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার এনআইডি কার্ড সাবমিট করে গুগল এডসেন্স এপ্রুভাল নিতে পারবেন বা google এডসেন্স একাউন্টে ভেরিফাই করবেন শুধুমাত্র গুগল এডসেন্স অ্যাপ্রুভাল এবং ভেরিফাই সিটি বিষয়ক আলোচনা করব ।
www.google adsense login google adsense youtube google adsense account google adsense account payment google adsense sign up youtube adsense login google adsense account for youtube google adsense login 2 Google adsense verification check code Google adsense verification check phone number google adsense identity verification google verify pin google adsense pin request google adsense login verification threshold adsense google adsense pin troubleshooter

সাথে google এডসেন্স থেকে আপনাকে যে লেটারটি প্রদান করা হবে ছেলেটারে পিন নাম্বার দিয়ে আপনার google এডসেন্স কে কিভাবে এপ্রুভাল নিয়ে ইনকাম করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তাই কিভাবে আপনারা এনআইডি কার্ড দিয়ে আপনার google এডসেন্স কে অ্যাপ্রুভাল নিবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আবারো অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পোস্ট করবেন তাহলে বুঝতে পারবেন।

আরো পড়ুন,

কিভাবে গুগল এডসেন্স থেকে আপনার এড্রেস ভেরিফাই করবেন। আপনারা google এডসেন্সে এপ্রুভাল নিতে গেলে প্রথমেই যে কোন একটি ব্রাউজার ওপেন করতে হবে।এর জন্য আমি সাজেস্ট করব গুগল ক্রোম এ ব্রাউজারটি সবচাইতে জনপ্রিয় আপনারা এই ব্রাউজার দিয়েই গুগল এডস আবেদন। গুগল ক্রোম টি ওপেন হওয়ার পর আপনারা সেখানে অ্যাড্রেস বারে লিখবেন এডসেন্স। এডসেন্স লিখে সার্চ করার পর সেখানে দেখতে পাবেন google এডসেন্স আর্ন মানি ফর্ম ওয়েবসাইট মনিটাইজেশন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি নিজেই ওয়েবসাইটে ঠিকানার ছবি দিয়ে দিলাম যাতে সহজে আপনারা বুঝতে পারেন।
www.google adsense login google adsense youtube google adsense account google adsense account payment google adsense sign up youtube adsense login google adsense account for youtube google adsense login 2 Google adsense verification check code Google adsense verification check phone number google adsense identity verification google verify pin google adsense pin request google adsense login verification threshold adsense google adsense pin troubleshooter

সেই ঠিকানায় যাওয়ার পর আপনি প্রথমে সাইন ইন করে নেবেন আপনার যে জিমেইল আইডি দিয়ে google এডসেন্স অ্যাপ্রুভাল দিতে যাচ্ছেন সেই এডসেন্সের জন্য জিমেইল আইডি দিয়ে সাইন ইন করে নিতে হবে। google এডসেন্স একাউন্টে এপ প্রবেশ করার পর ভেরিফিকেশন চেক এই ঠিকানায় প্রবেশ করতে হবে।
www.google adsense login google adsense youtube google adsense account google adsense account payment google adsense sign up youtube adsense login google adsense account for youtube google adsense login 2 Google adsense verification check code Google adsense verification check phone number google adsense identity verification google verify pin google adsense pin request google adsense login verification threshold adsense google adsense pin troubleshooter

এর পরে আপনাকে যা করতে হবে ভেরিফিকেশন চেক এই ঠিকানায় প্রবেশ করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে সেখানে গিয়ে অর্থাৎ ভেরিফাই ইওর আইডেন্টিটি সেখানে কিছু আপনার তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সেমন আপনার অরজিনাল নাম, এন আই ডি কার্ড নম্বর, অথবা এন আই ডি কার্ডের ছবি যেমন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট এই ছবিগুলো দিয়ে আপলোড করে দেবেন।

আপনার এনআইডি কার্ডের ছবি অথবা ইনফরমেশন দেওয়া শেষ হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করা হলে আপনাকে আরেকটি ইন্টারফেসর নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার এড্রেস অর্থাৎ ঠিকানা এবং সিটি বা শহর পোস্ট কোড ইত্যাদি ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনি গুগল এডসেন্স অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে ঠিকানা এনআইডি নাম্বার জিপ কোড ইত্যাদি ইনফরমেশন দিয়েছিলেন ঠিক সেগুলোই হুবহু দিতে হবে নচে ত আইডেন্টি ভেরিফিকেশন হবে না।
www.google adsense login google adsense youtube google adsense account google adsense account payment google adsense sign up youtube adsense login google adsense account for youtube google adsense login 2 Google adsense verification check code Google adsense verification check phone number google adsense identity verification google verify pin google adsense pin request google adsense login verification threshold adsense google adsense pin troubleshooter

আপনার যদি সব কিছু ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে সাবমিট বাড়লে ক্লিক করে দিবেন। সাবমিট ক্লিক করা হয়ে গেলে ভেরিফিকেশন প্রবেশ কমপ্লিট অর্থাৎ দিয়ে শেষ করতে হবে। এরপর আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

সম্মানিত পাঠায়বৃন্দ আপনি যে ওয়েবসাইট অথবা youtube এর জন্য এডসেন্স এপ্রুভাল বা ইটস অ্যাকাউন্ট খুলেছেন সে বিষয় নিয়ে একটু কথা বলব। এখন আপনি যদি ইউটিউব নিয়ে কিছু কথা বলব। প্রথমত আপনি আপনার ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর স্টুডিও ওপেন করে নিবেন।
www.google adsense login google adsense youtube google adsense account google adsense account payment google adsense sign up youtube adsense login google adsense account for youtube google adsense login 2 Google adsense verification check code Google adsense verification check phone number google adsense identity verification google verify pin google adsense pin request google adsense login verification threshold adsense google adsense pin troubleshooter

এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার থিয়েটার স্টুডিও ওপেন হয়ে গেলে বামদিকে দেখতে পাবেন earn। আর অপশনটি ওপেন হয়ে গেলে get paid action required সেখানে গিয়ে দেখতে পাবেন যে ভেরিফাই ইউর এড্রেস। সেই এড্রেসে পারসোনাল আইডেন্টিফিকেশন নাম্বার যে পিন নাম্বারটি দিয়েছিলেন সে পিন নাম্বারটি নিয়ে google এডসেন্স এ সাবমিট করতে হবে।

এর জন্য আপনাকে পুনরায় গুগল এডসেন্স একাউন্টে ওপেন করতে হবে। এখানে আপনাদের কিছু কথা বলে রাখি আপনারা যখন গুগল এডসেন্স একাউন্ট ক্রি য়েট বা এত ভাল যাই করেন না কেন প্রত্যেকটা একাউন্টের ক্ষেত্রে নতুন নতুন উইন্ডো অর্থাৎ ব্রাউজার ওপেন করবেন তা না হলে পরবর্তীতে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে।

এর জন্য আমরা আবারও গুগল এডসেন্স লিখে সার্চ করব। আগের মতই আমরা গুগল এডসেন্স একাউন্টে প্রবেশ করব। আপনি যখন আপনার গুগল এডসেন্স একাউন্টে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন যে your payment are hold because you need to verify your address
www.google adsense login google adsense youtube google adsense account google adsense account payment google adsense sign up youtube adsense login google adsense account for youtube google adsense login 2 Google adsense verification check code Google adsense verification check phone number google adsense identity verification google verify pin google adsense pin request google adsense login verification threshold adsense google adsense pin troubleshooter

এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইও সেভেন আর হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইওর এড্রেস এ লেখাটি মানেটা হচ্ছে এই যে আপনি যদি আপনার অ্যাকাউন্টটি এপ্রুভ করাতে চান বা address ভেরিফিকেশন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সে ক্ষেত্রে হোল্ড হয়ে থাকবে। আপনি সে ক্ষেত্রে কোন পেমেন্ট তুলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার এড্রেস কে ভেরিফাই না করবেন।

এরপর আপনাকে ডানদিকে action কথাটির উপর ক্লিক করে প্রবেশ করে verify your identity করে নিতে হবে। এখানে একটু কথা বলে রাখি প্রথমে আপনি এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট কে ভেরিফাই করেছিলেন সেই ক্ষেত্রে আপনার আইডেন্টিটি ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে। এরপরে আপনাকে যা করতে হবে এড্রেস ভেরিফিকেশন অর্থাৎ আপনি এনআইডি কার্ড দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করার পর আপনার কাছে একটি লেটার বা চিঠি গুগল এডসেন্স থেকে পাঠানো হব।

পাঠানো হবে সেখান থেকে আপনি আপনার ইনফর্মেশন নিয়ে এড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবেন। আরো বলবো যে আপনার এডসেন্স থেকে যে চিঠিটি পাঠানো হবে সেই চিঠিটি আসতে বেশ কিছু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে ১০ দিন ১৫ দিন অথবা এক মাস। সেখানে কিছু পিন নাম্বার থাকবে অর্থাৎ ছয় সংখ্যার একটি পিন নাম্বার থাকবে সে পিন নাম্বারটি এড্রেস ভেরিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সম্মানিত পাঠক বৃন্দ পিন নাম্বার অপশনে যথাযথ ভাবে তিন নম্বরটি বসিয়ে দিয়ে দিতে হবে। সর্বশেষে আপনাকে সাবমিট এ ক্লিক করতে হব। আপনি সাব্বির করার পরে আপনাকে সাথে সাথে এড্রেস ভেরিফিকেশন কমপ্লিট দেখিয়ে দেওয়া হবে। এর পরে দেখবেন উপরে যে আপনার এড্রেস ইনফর্মেশনটি হোল্ড হয়েছিল সেইটি আর এখন হোল্ড দেখাবে না এড্রেস ইওর আইডেন্টিটি কমপ্লিট দেখাবে।

এরপরে আপনাকে যে কাজগুলো করতে হবে বেশ কিছু পদক্ষেপ আছে সে পদক্ষেপগুলো ভালোভাবে ফিলাপ করতে হবে। যেমন ট্যাক্স আইডেন্টিটি যাইহোক টেক্সট আইডেন্টিটি নিয়ে আমি পরে কথা বলব বা অন্য কোন একটি পোস্টে আলোচনা করব সম্ভব হলে আমি এই পোস্টেই লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

এরপরে আপনাকে যে কাজটি করতে হবে। আপনার অ্যাড পেমেন্ট মেথড অপশন টিকে চালু করতে হবে। অর্থাৎ আপনি কোন ব্যাংকে ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন সে ব্যাংকেরসব তথ্য দিয়ে দিতে হবে।আপনার ব্যাংকের ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনার পেমেন্ট মেথডটি কমপ্লিট হয়ে যাবে।

সম্মানিত পাঠক ভাই ও বোনেরা অবশ্যই আপনাদের এই পোস্টটি পড়ে ভালো লেগেছে এবং এ পোস্টটি পড়ে যাদের উপকার হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে অন্যান্য আরো টেকনিক্যাল বা একাউন্টসে বিশেষ সম্পর্কে লিখতে অবগত হব এবং সে প্রত্যাশায় আজকের মত এখানেই সমাপ্ত করলাম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url